Tretinoin

Tretinoin

উপাদান : ট্রেটিনইন ০.০২৫% জেল।

নির্দেশনা : এক্‌নি ভালগারিস, বয়সের দাগ ও রোদে ক্ষত হওয়া ত্বকে নির্দেশিত।

মাত্রা ও ব্যবহারবিধি : দিনে এক বা দুই বার ত্বকের আক্রান্তস্থানে আলতোভাবে প্রয়োগ করতে হবে (সাধারণতঃ রাতে)। ফলাফল পেতে ৬-৮ সপ্তাহ সময় লাগতে পারে।

সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না : এক্‌জিমা আক্রান্ত ত্বকে ইরিটেশন হয়। ব্যবহারকালীন সময়ে সূর্যালোক-এর সরাসরি সংস্পর্শ যথাসম্ভব এড়িয়ে চলা উচিত।

পার্শ্ব প্রতিক্রিয়া : প্রাথমিক ইরিট্যান্ট ডার্মাটাইটিস হিসেবে কিছু কিছু লক্ষণ যেমন : চুলকানি, ইরাইথেমা, ত্বক উঠে যাওয়া ইত্যাদি দেখা দিতে পারে।

অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া : যে সমস্ত ওষুধে পিলিং এজেন্ট যেমন সালফার, রিসরসিনল, বেনজোয়িল পারঅক্সাইড, স্যালিসাইলিক এসিড ইত্যাদি থাকে, তাদের সাথে একত্রে ব্যবহারে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। ত্বকে ব্যবহারযোগ্য সামগ্রীতে (যেমন সেভিং লোশন, পারফিউম ইত্যাদি) এলকোহল, মেনথল, লাইম ইত্যাদি আছে সেগুলোর ব্যবহার পরিহার করতে হবে।

গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার : ব্যবহার না করাই শ্রেয়।
Recent Search
  • How to lose face fat: 7 effective tips - Health Hub CityHow to lose face fat: 7 effective tips - Health Hub CityNot only should we worry about a perfect sil…
  • Diclofenac Potasiumউপাদান : ডাইক্লোফেনাক পটাসিয়াম বিপি ৫০ মি.গ্রা. ফিল্ম কোটেড ট্যাবলেট।নির্দেশনা : নিম্নোক্ত ক্ষেত্রসম…
  • Best Ways to Lose Body Fat in a Healthy and Sustainable Way Best Ways to Lose Body Fat in a Healthy and Sustainable WayWe give tips to lower the percentag…
  • Top 6 tips to improve your quality sleep - Health Hub cityHow to improve your quality sleepHealth Hub city: Top 6 tips to improve your quality sleep. A good r…
  • Ketoconazoleউপাদান : কেটোকোনাজল ২০০ মি.গ্রা./ ট্যাবলেট।নির্দেশনা : ত্বকের উপরের স্তর ও ভিতরের স্তরের ছত্রাকজনিত …

0 Komentar Tretinoin

Post a Comment