Notificatiob
Notificatiob
Caption
Find job vacancies

Carbimazole 5mg

Ingredients: Carbimazole 5mg Tablet

Instructions: Hyperthyroidism, thyrotoxicosis and thyroid preparations prior to the operation.

Dimensions and Usage Rules: First 20 mg To 60mg To begin with 2 to 3 divided doses. Later, according to the patient needs 5 mg. To 15 mg To adjust the levels as daily. In children, 250 micrograms per kg / day is divided into divisions. Clinical: 18-24 months.

Side effect: skin itching, rash, pigmentation, headache, hair fall etc.

Response with other drugs: iodine, anti-quagulant drug.

Use during pregnancy and breastfeeding: Expected benefits can be used in more consideration than possible fever on fetal embryos. Due to the emission of breast milk, it can be used for treatment.

উপাদান : কার্বিমাজল ৫ মি.গ্রা. ট্যাবলেট।

নির্দেশনা : হাইপারথাইরয়েডিজম, থাইরোটক্সিকোসিস এবং থাইরয়েড অপারেশনের পূর্বে প্রস্তুতি হিসেবে।

মাত্রা ও ব্যবহার বিধি : প্রথমে ২০ মি.গ্রা. থেকে ৬০ মি.গ্রা. দিনে ২-৩টি বিভাজিত মাত্রায় শুরু করতে হবে। পরবর্তীতে রোগীর প্রয়োজন অনুযায়ী ৫ মি.গ্রা. থেকে ১৫ মি.গ্রা. দৈনিক হিসেবে মাত্রা সমন্বয় করতে হবে। শিশুদের ক্ষেত্রে ২৫০ মাইক্রোগ্রাম/কেজি প্রতিদিন বিভাজিত মাত্রায় সেব্য। চিকিৎসাকাল : ১৮- ২৪ মাস।

পার্শ্ব প্রতিক্রিয়া : ত্বকের চুলকানি, র‌্যাশ, পিগমেন্টেশন, মাথাব্যথা, চুলপড়া ইত্যাদি।

অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া : আয়োডিন, অ্যান্টি কোয়াগুলেন্ট ড্রাগ।

গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার : প্রত্যাশিত সুফল গর্ভস্থ ভ্রূনের ওপর সম্ভাব্য আশংকার চেয়ে বেশী বিবেচনায় ব্যবহার করা যেতে পারে। মাতৃদুগ্ধে এর নিঃসরণ হওয়ায় চিকিৎসকের বিবেচনায় ব্যবহার করা যেতে পারে।
Caution - In the recruitment process, legitimate companies never charge a fee from candidates. If there are companies that charge for interviews, tests, ticket reservations, etc., it is better to avoid them because there are indications of fraud. Do not transfer any payments when applying for a job.
Join the conversation
Post a Comment
Link copied to clipboard