Notificatiob
Notificatiob
Caption
Find job vacancies
Alprazolam, অ্যালপ্রাজোলাম

Alprazolam, অ্যালপ্রাজোলাম

Drugs club
Material: Alprazolam 0.5 mg Tablet

Instructions: Concern and anxiety disorders and sleep problems.

Dosage: For adults: 0.25 mg, 2-3 times per day. 0.25 mg if needed Level can be increased by. But should be increased in the night rather than the day. Adult case): 0.125 mg., 2-3 times per day.

Alert and which can not be used: Acute Narrow Angle Glucoma, mental illness or glaucoma can not be used primarily if it is detected and used in organic brain syndrome.

Side effects: Sleepiness, headache, difficulty in mind, hostility, other self-contradictory effects such as nausea, tension and mood.


Use during pregnancy and breastfeeding: Not recommended during pregnancy. The mothers who take this medicine should refrain from breastfeeding.

উপাদান : অ্যালপ্রাজোলাম ০.৫ মি.গ্রা. ট্যাবলেট।

নির্দেশনা : উদ্বেগ ও ভীতিজনিত ব্যাধি ও ঘুমের সম।

মাত্রা ও ব্যবহার বিধি : প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে : ০.২৫ মি.গ্রা., ২-৩ বার প্রতিদিন। প্রয়োজনে ০.২৫ মি.গ্রা. করে মাত্রা বাড়ানো যেতে পারে। তবে দিনের চেয়ে রাতেই মাত্রা বাড়ানো উচিত। বয়স্কদের ক্ষেত্রে) : ০.১২৫ মি.গ্রা., ২-৩ বার প্রতিদিন।

সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না : তীব্র ন্যারো এংগেল গ্লুকোমা, মানসিক রোগ বা বিষাদ প্রাথমিক ভাবে ধরা পড়লে এবং অরগানিক ব্রেইন সিন্ড্রোম থাকলে ব্যবহার করা যাবে না।

পার্শ্ব প্রতিক্রিয়া : তন্দ্রাচ্ছন্নভাব, মাথা ঝিম্‌ ঝিম্‌ ভাব সহ মনসংযোগে অসুবিধা, শত্রুভাবাপন্ন হওয়া, অন্যান্য আত্মবিরোধী প্রভাব যেমন খিট্‌ খিটে ভাব, উত্তেজনা ও মতিভ্রম ইত্যাদি।

গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার : গর্ভাবস্থায় সুপারিশকৃত নয়। এই ওষুধ গ্রহণকারী মায়েদের স্তন্যদান থেকে বিরত থাকতে হবে।
Nortriptylin+Fluphenazine, নরট্রিপটাইলিন ১০ মি.গ্রা. ও ফ্লুফেনাজিন ০.৫ মি.গ্রা.

Nortriptylin+Fluphenazine, নরট্রিপটাইলিন ১০ মি.গ্রা. ও ফ্লুফেনাজিন ০.৫ মি.গ্রা.

Ingredients: Nortriptylin 10 mg. Fluphenazine 0.5 mg / tablet.

Instructions: Moderate to moderate unrest, depressed or depressed, guided by anxiety / anxiety.

Dimensions and Usage Rules: A tablet thrice a day.

Warnings and in which cases can not be used: Epilepsy or those with brain lesions can not be used. It is not recommended to use those patients who have severe disabilities of the heart, or have a bod disorder, or liver disorder.

Side effects: Tardev disinfection, significant dry mouth, drowsiness, soreness, and constipation. Sometimes heart failure, nose congestion, vague vision and tension can be seen.

Reaction with other drugs: It can be reacted with barbecue, alcohol and nervous drugs.

Use during pregnancy and breastfeeding: use during pregnancy and during breastfeeding.

উপাদান : নরট্রিপটাইলিন ১০ মি.গ্রা. ও ফ্লুফেনাজিন ০.৫ মি.গ্রা./ ট্যাবলেট।

নির্দেশনা : বিষন্নতা সহকারে অথবা বিষন্নতা ছাড়া মৃদু থেকে মাঝারি ধরনের অস্থিরতা, দুঃশ্চিন্তা/উদ্বিগড়বতার ক্ষেত্রে নির্দেশিত।

মাত্রা ও ব্যবহার বিধি : একটি ট্যাবলেট দিনে তিনবার।

সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না : এপিলেপসী অথবা যাদের মস্তিষ্কের ক্ষত আছে তাদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। যে সমস্ত রোগীর হৃৎপিন্ডের তীব্র অক্ষমতা, বাড ডিসক্রাসিয়া বৃক্ক, অথবা যকৃতের অক্ষমতা আছে, তাদের ক্ষেত্রে এর ব্যবহার করা সুপারিশকৃত নয়।

পার্শ্ব প্রতিক্রিয়া : টারডিভ ডিসকাইনেসিয়া, মুখ শুকিয়ে যাওয়া, তন্দ্রাচ্ছন্নতা, মূর্ছা যাওয়া এবং কোষ্ঠকাঠিন্য উল্লেখযোগ্য। মাঝে মাঝে হৃৎপিন্ডের দ্রুততা, নাসিকা কনজেশন, অস্পষ্ট দৃষ্টি এবং উত্তেজনা দেখা যায়।

অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া : বারবিচুরেট, এ্যালকোহল ও স্নায়ুতন্ত্রীয় ওষুধের সাথে এর প্রতিক্রিয়া হতে পারে।

গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার : গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে ব্যবহার অনুচিত।
Diazepam, ডায়াজিপাম

Diazepam, ডায়াজিপাম

Ingredients: 5 mg of diazepam Tablets and 10 mg / 2 ml Injection. 

Instructions: Mainly used for the treatment of anxiety, which may be due to various reasons - such as temporary but acute or chronic stress, long-term medical problems, complex pain, which is usually due to depression. Prior to the operation, the mental anxiety and tension of the patients is also used. 

Dosage: 15-30 mg Segment in daily split level. Seven times a day, 5 mg tablet in gentle mental stimulation. Warnings and in which cases can not be used: If there is a history of highly sensitive, porphyrias or family poropharyas, the use is inappropriate. 

Side effect: Very low and gentle. Usually sleep problems, head feeling light, ataxia, dizziness, dry mouth, lack of control, low blood pressure, eye and digestive discomfort may arise. For a long time, sexual activity may be reduced. Response to other medicines: If other centralized medicines are given with other medicines such as neuroleptic, tranquilizer, depression, hypnotics, painkillers, obstructions etc., then its side effects may be intense. 

Use during pregnancy and breastfeeding: Diagnosis of the first three months of pregnancy and diarrhea of ​​breastfeeding mothers should be avoided

উপাদান : ডায়াজিপাম ৫ মি.গ্রা. ট্যাবলেট এবং ১০ মি.গ্রা./২ মি.লি. ইঞ্জেকশন।

নির্দেশনা : প্রধানত উদ্বিগড়ব অবস্থার চিকিৎসার জন্য ব্যবহৃত হয়, যা বিভিন্ন কারণে হতে পারে- যেমন অস্থায়ী কিন্তু তীব্র বা দীর্ঘস্থায়ী মানসিক চাপ, দীর্ঘ চিকিৎসা জনিত সমস্যা, জটিল ব্যথা যা সাধারণত বিষন্নতার কারণে হয়। অস্ত্রোপচারের পূর্বে রোগীদের মানসিক উদ্বিগড়বতা ও উত্তেজনা উপশমেও ব্যবহৃত হয়।

মাত্রা ও ব্যবহার বিধি : ১৫-৩০ মি.গ্রা. দৈনিক বিভক্ত মাত্রায় সেব্য। মৃদু মানসিক উত্তেজনায় ৫ মি.গ্রা ট্যাবলেট দিনে দুইবার সেব্য।

সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না : অতি সংবেদনশীলদের, পোরফাইরিয়া অথবা পারিবারিক পোরফাইরিয়ার ইতিহাস থাকলে ব্যবহার অনুচিত।

পার্শ্ব প্রতিক্রিয়া : খুব কম এবং মৃদু। সাধারণত ঘুম ঘুম ভাব, মাথা হালকা বোধ হওয়া, অ্যাটাক্সিয়া, মাথা ঘোরা, মুখে শুষ্কতা, অমনোযোগিতা, রক্তচাপ কমে যাওয়া, চোখ এবং পরিপাকতন্ত্রের অসুবিধা দেখা দিতে পারে। দীর্ঘদিন চিকিৎসায় যৌন ক্ষমতা কমে যেতে পারে।

অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া : যদি কেন্দ্রীয় ভাবে কার্যকরী অন্যান্য ওষুধ যেমন- নিউরোলেপটিকস্‌, ট্রাঙ্কুলাইজার, বিষন্নতা রোধকারী, সম্মোহক, ব্যথা নিবারণকারী, অবশকারী ইত্যাদির সাথে দেয়া হয় তবে এর (কার্যকারিতা) পার্শ্বপ্রতিক্রিয়া তীব্র হতে পারে।

গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার : গর্ভধারণের প্রথম তিন মাস এবং স্তন্যদানকারী মায়েদের ডায়াজিপাম এড়িয়ে চলা উচিত।
Bromazepam

Bromazepam

Material: Bromazepam 3mg Tablet

Instructions: anxiety and anxiety disorders such as emotional disturbance, functional disturbances of cardiovascular and respiratory systems, functional disorders in gastrointestinal system, functional disorders of genitoeurinary system and psychosomatic disorders. 

Doses: 3mg To 18mg Dimensions (split) can be used every day. 

Alert and which can not be used: Cranial pulmonary insufficiency may reduce the levels of renal renal and liver disease. Sensitivity to benzodiazepines, severe respiratory failure, phobic and abnormal state, chronic psycosis can not be used in these cases. 

Side effects: Usually side effects such as sleep, sleep, loss of balance and ataxia etc. 

Use during pregnancy and breastfeeding: Can not be used during pregnancy. Should be avoided if possible when breast-feeding is possible.

উপাদান : ব্রোমাজিপাম ৩ মি.গ্রা. ট্যাবলেট।

নির্দেশনা : উদ্বেগ এবং উদ্বেগজনিত অসুখ যেমন- আবেগজনিত ডিস্টার্বেন্স, ফাংশনাল ডিস্টার্বেন্স অব কার্ডিওভাসকুলার এবং রেসপিরেটরী সিস্টেম, ফাংশনাল ডিসটার্বেন্স ইন গ্যাষ্ট্রোইন্টেসটিনাল সিস্টেম, ফাংশনাল ডিসটার্বেন্স অব জেনিটোইউরিনারী সিস্টেম এবং সাইকোসোমাটিক ডিসঅর্ডার।

মাত্রা ও ব্যবহার বিধি : ৩ মি.গ্রা. থেকে ১৮ মি.গ্রা. মাত্রা (বিভাজিত করে) প্রতিদিন ব্যবহার করা যেতে পারে।

সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না : ক্রণিক পালমোনারী ইনসাফিসিয়েন্সি, ক্রণিক রেনাল ও যকৃতের রোগ এর ক্ষেত্রে মাত্রা কমাতে হতে পারে। বেনজোডায়াজেপিনের প্রতি সংবেদনশীলতায়, মারাত্মক শ্বাসকষ্টে, ফোবিক এবং অবসেশনাল স্টেট, ক্রণিক সাইকোসিস এসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না।

পার্শ্ব প্রতিক্রিয়া : সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া যেমন- ঘুম ঘুম ভাব, নিদ্রা, ভারসাম্য লোপ এবং এটাক্সিয়া ইত্যাদি।

গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার : গর্ভাবস্থায় ব্যবহার করা যাবে না। মাতৃদুগ্ধদানকালে সম্ভব হলে ব্যবহার এড়িয়ে চলা উচিত।
Link copied to clipboard