Notificatiob
Notificatiob
Caption
Find job vacancies
How to wash your kidney stones

How to wash your kidney stones

Health 365 Tip: অপারেশন ছাড়াই ২টি পদ্ধতিতে কিডনির পাথর দূর করতে পা...:
Drugsclub
People who drink less than the amount of water, irregular eating habits, unhealthy foods etc. may cause kidney stone. Drink specially responsible water for being kidney stones. Urine and sweat through our excess minerals in water with water disappears. But if you do not drink moderately water, the excess minerals remain in the kidneys, which are gradually like solid stones from the accumulation. The doctor has to be respected later to clear the kidney stones. But you can easily get rid of this problem of kidney stones in a domestic way. You can remove kidney stones through two types of methods. Although it sounds quite surprising, it is also true. Because nature can arrange all kinds of diseases.

The process of making two beverages - 1> Watermelon seeds Tea:
 Ingredients: 1 tablespoon of watermelon seeds Half a liter of water Method:
 Sprinkle or break the ointment of watermelon Then let the water boil in a bowl. Then boil the hot water from the oven and give it to the pan with the melon of the scum. Wait until the water comes to normal temperature. Then drink it. Eat 3 times a day. If you drink this drink, the mineral deposits in the kidneys start to eradicate and get rid of the problem of stone.

 2> Celery seeds tea Materials: 1 tablespoon celery seed (cut into slices) 1 glass of water Method: Boil 1 glass of water in a bowl. After that, pour boiling hot water from the oven and keep the cottage seeds in boiling water with boiling water. Wait until the water comes to normal temperature. Then drink the drink.

 Eat 1 time a day. Drink this drink 3 days a week. If you drink this drink, the mineral deposited in the kidneys can be quickly released from the problem of stone.        

Caution: Pregnant women do not drink this drink.
As a result of amalaki, so many diseases!

As a result of amalaki, so many diseases!

Health 365 Tip: আমলকি ফলে এত রোগ সারে!!: Health366tip
As a result of amalaki, so many diseases!   Use of Ambulance in Disease 1. Amlaki is absolutely necessary to meet the deficiency of Vitamin C in the body. In the absence of Vitamin C, it is beneficial to treat amaliki in diseases such as scurvy, women's leukery and artery disease. 2.Harts patients will reduce the casualties while eating amaloki. Fresh ambulances stop frequent urine, remove stomach disorders. 3. It is also very beneficial for the stomach ache, colds, coughs and blood poisoning. 4. It is beneficial to eat a little honey mixed with Amalki in any diseases related to the pile. 5. If you play two ambulies regularly, your eyesight is fine. Amalaki raises hunger, keeps body cool.
Health 365 Tip: কোষ্ঠকাঠিন্য বা Constipation ভোগার দিন শেষ!!!

Health 365 Tip: কোষ্ঠকাঠিন্য বা Constipation ভোগার দিন শেষ!!!

Polly arthritis is one type of arthritis for "Cikungunya"!!!!

Polly arthritis is one type of arthritis for "Cikungunya"!!!!

Health 365 Tip: চিকুনগুনিয়া হলে কি কি সমস্যা হতে পারে ও এর চিকিৎসা...:


Drugs club
New diseases from Chikungunya Poly arthritis: Polly arthritis is one type of arthritis that can occur in people of all ages. Together, a total of 5 joint tissue pains in the body can be understood to cause poly arthritis . Know the signs and symptoms of poly arthritis - a major cause of poly arthritis can be caused by the effects of chikungunya. chikungunya fever, poly arthritis. Also, this may be due to some viral infections. Pally arthritis results in acute pain in the knot. This results in weight loss and fever. Different types of rashes can be seen in the body and treatment of throat pain should be absently treated, although poly-arthritis is not properly treated, poly arthritis is treated with other symptoms. Polly arthritis results in unbearable pain in the knot. For this, pain reduction medicine and anti-inflammatory medicine and supplements help to reduce the pain. Also, hot filters help reduce the intense pain of the bath. Build a habit of practicing domestic exercise from the beginning of swimming to fight it badly. The incidence of this disease will decrease.-Source: Health Line

Health365tip: 

Health 365 Tip: চিকুনগুনিয়া হলে কি কি সমস্যা হতে পারে ও এর চিকিৎসা...: Health365tip
 চিকুনগুনিয়ার জ্বরের প্রভাবে পলি আর্থ্রাইটিস। পলি আর্থ্রাইটিস এক ধরণের আর্থ্রাইটিস। এই অসুখ সব বয়সের মানুষদের মধ্যেই হতে প...https://health365tip.blogspot.com/2017/07/blog-post_17.html

Alprazolam, অ্যালপ্রাজোলাম

Alprazolam, অ্যালপ্রাজোলাম

Drugs club
Material: Alprazolam 0.5 mg Tablet

Instructions: Concern and anxiety disorders and sleep problems.

Dosage: For adults: 0.25 mg, 2-3 times per day. 0.25 mg if needed Level can be increased by. But should be increased in the night rather than the day. Adult case): 0.125 mg., 2-3 times per day.

Alert and which can not be used: Acute Narrow Angle Glucoma, mental illness or glaucoma can not be used primarily if it is detected and used in organic brain syndrome.

Side effects: Sleepiness, headache, difficulty in mind, hostility, other self-contradictory effects such as nausea, tension and mood.


Use during pregnancy and breastfeeding: Not recommended during pregnancy. The mothers who take this medicine should refrain from breastfeeding.

উপাদান : অ্যালপ্রাজোলাম ০.৫ মি.গ্রা. ট্যাবলেট।

নির্দেশনা : উদ্বেগ ও ভীতিজনিত ব্যাধি ও ঘুমের সম।

মাত্রা ও ব্যবহার বিধি : প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে : ০.২৫ মি.গ্রা., ২-৩ বার প্রতিদিন। প্রয়োজনে ০.২৫ মি.গ্রা. করে মাত্রা বাড়ানো যেতে পারে। তবে দিনের চেয়ে রাতেই মাত্রা বাড়ানো উচিত। বয়স্কদের ক্ষেত্রে) : ০.১২৫ মি.গ্রা., ২-৩ বার প্রতিদিন।

সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না : তীব্র ন্যারো এংগেল গ্লুকোমা, মানসিক রোগ বা বিষাদ প্রাথমিক ভাবে ধরা পড়লে এবং অরগানিক ব্রেইন সিন্ড্রোম থাকলে ব্যবহার করা যাবে না।

পার্শ্ব প্রতিক্রিয়া : তন্দ্রাচ্ছন্নভাব, মাথা ঝিম্‌ ঝিম্‌ ভাব সহ মনসংযোগে অসুবিধা, শত্রুভাবাপন্ন হওয়া, অন্যান্য আত্মবিরোধী প্রভাব যেমন খিট্‌ খিটে ভাব, উত্তেজনা ও মতিভ্রম ইত্যাদি।

গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার : গর্ভাবস্থায় সুপারিশকৃত নয়। এই ওষুধ গ্রহণকারী মায়েদের স্তন্যদান থেকে বিরত থাকতে হবে।
Tiemonium Methylsulphate, টাইমোনিয়াম মিথাইলসালফেট

Tiemonium Methylsulphate, টাইমোনিয়াম মিথাইলসালফেট

Drugs club
Material: On tablets, Tiemonium Methylsulphate INN 50 mg.
Injection: every 2 ml Empires have tiemonium methylSalphate innn5
Mr ..
 Syrup: 5 ml per acre Syrape contains timonium methylSalphate INN 10 mg.

Instructions: Tiemonium Methylsulphate is an antispasmodic drug. It relaxes the digestive system, the delivery system, the urinary and muscular muscular contractions. It is directed at gastroenteritis, diarrhea, disentry, bleeding, bleaching, endocritis, calliseptitis, colonopathy, cystitis and spasmodic disorders.

Dosage: Tiemonium Methylsulphate Tablet: 2-6 tablets (100-300 mg) will be eaten in daily split levels.
Tiemonium Methylsulphate injection: 1 ammol (5 mg) will be applied slowly on the intramuscular or intravenous route 3 times a day.
Timonium methylSalphate syrup: Children: Daily 3mg for physical weight per kg - 6 mg Or 1.5 ml - 3 ml By three split levels.
Adult: Daily 30mg - 90mg Or 15 ml - 45 wg.wj. 3 times or according to the doctor's advice.

Reaction with other drugs: It can not be used with other medicines except for the advice of the doctor.

Use during pregnancy: Can be used if the mother is more likely to benefit from the loss of the embryo.

Use for dairy-based mothers: If you are more likely to benefit from a mother than an embryo, it can be used.

Side-reaction: There are obviously very small side-effects.

Interrelationship: Tiemonium Methylsulphate can not be used in patients with glaucoma patients and patients who have acute eye pens as well as eye sight problems. It can not be used for those with prostate or urinary bleed abnormalities.

উপাদান : ট্যাবলেটে আছে টাইমোনিয়াম মিথাইলসালফেট আইএনএন ৫০ মি.গ্রা.।
ইঞ্জেক্‌শন: প্রতি ২ মি.লি. এ্যাম্পুলে আছে টাইমোনিয়াম মিথাইলসালফেট আইএনএন ৫
মি.গ্রা.।
 সিরাপ: প্রতি ৫ মি.লি. সিরাপে আছে টাইমোনিয়াম মিথাইলসালফেট আইএনএন ১০ মি.গ্রা.।

নির্দেশনা : টাইমোনিয়াম মিথাইলসালফেট একটি এন্টিস্পাজমোডিক ঔষধ। ইহা পরিপাকতন্ত্র, বিলিয়ারী সিস্টেম, ইউটেরাস ও মূত্রথলীর পেশীর সংকোচনকে শিথিল করে। ইহা গ্যাস্ট্রোএন্ট্রাইটিস, ডায়রিয়া, ডিসেন্ট্রি, বিলিয়ারী কলিক, এন্টারোকোলাইটিস, কলিসিস্টাইটিস, কোলোনোপ্যাথী, সিসটাইটিস এবং স্পাজমোডিক ডিসমেনোরিয়াতে নির্দেশিত।

মাত্রা ও সেবনবিধি : টাইমোনিয়াম মিথাইলসালফেট ট্যাবলেট: ২-৬ টি ট্যাবলেট (১০০-৩০০ মি.গ্রা.) দৈনিক বিভক্ত মাত্রায় মুখে খেতে হবে।
টাইমোনিয়াম মিথাইলসালফেট ইঞ্জেক্‌শন: ১ টি করে এ্যাম্পুল (৫ মি.গ্রা.) দিনে ৩ বার ইনট্রামাসকুলার অথবা ইনট্রাভেনাস পথে ধীরে ধীরে প্রয়োগ করতে হবে।
টাইমোনিয়াম মিথাইলসালফেট সিরাপ: শিশু: প্রতি কেজি দৈহিক ওজনের জন্য দৈনিক ৩ মি.গ্রা. - ৬ মি.গ্রা. অথবা ১.৫ মি.লি. - ৩ মি.লি. করে ৩ টি বিভক্ত মাত্রায়।
প্রাপ্ত বয়ষ্ক: দৈনিক ৩০ মি.গ্রা. - ৯০ মি.গ্রা. অথবা ১৫ মি.লি. - ৪৫ wg.wj. করে ৩ বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া : চিকিৎসকের পরামর্শ ব্যতীত অন্য ওষুধের সাথে ইহা ব্যবহার করা যাবে না।

গর্ভাবস্থায় ব্যবহার : ভ্রুণের ক্ষতি অপেক্ষা মায়ের উপকৃত হবার সম্ভাবনা বেশি থাকলে ব্যবহার করা যাবে।

দুগ্ধদানকারী মায়েদের ক্ষেত্রে ব্যবহার : ভ্রুণের ক্ষতি অপেক্ষা মায়ের উপকৃত হবার সম্ভাবনা বেশি থাকলে ব্যবহার করা যাবে।

পার্শ্ব - প্রতিক্রিয়া : স্বভাবত খুবই অল্প পরিমান পার্শ্ব- প্রতিক্রিয়া দেখা যায়।

প্রতিনির্দেশনা : টাইমোনিয়াম মিথাইলসালফেট গ্লুকোমা রোগীদের ক্ষেত্রে এবং যে সকল রোগীর একিউট আইবল পেইন ও সেইসাথে দৃষ্টির সমস্যা আছে তাদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। যাদের প্রোষ্টেট অথবা ইউরিনারী ব্লাডারের অস্বাভাবিকতা আছে তাদের ক্ষেত্রে ইহা ব্যবহার করা যাবে না।
Olmesartan,ওলমেসারটান

Olmesartan,ওলমেসারটান

Ingredients: Olmesartan INN 20 mg. And 40mg.

Instructions: High blood pressure. It can be used alone or in combination with other high blood pressure medicines.

Dosage: The initial level indicated is 20 mg. Once a day. For proper control of hypertension, increase the level after 2 weeks to 40 mg can be done. 40 mg The drug's effectiveness does not increase due to its high levels or medicines twice a day.

Counteractivity: The most susceptible to any substance in this medicine.

Side - reaction: chest pain, peripheral idima, bhartigo, abdominal pain, loss, gyastroenateraitisa, nausea, tyakikardiya, haiparakolesterolemiya, hyperlipidemia, haiparaiurisemiya, arthralajiya, arthritis, mayalajiya, rash, etc.

Use during pregnancy and breastfeeding: Pregnancy Cartagary: C (First Triassar) and D (second and third trimester).
It is not known whether breastfed mother Olmestaran is breast-fed. However, a small amount of mice is released. Reviewing the possibility of loss of the child and the need to take the mother's medication, one should avoid medicines or avoid any of the milking.
Use of children: Safety and efficacy in children is not yet established.


Precautions: In case of kidney insufficiency, as well as inhibition of the process of Renee-enajiotenasina-eladosaterana olamesaratana kidney function may change. All patients kidney function Renee-enajiotenasina-eladosaterana process is dependent on (severe congestive heart failure in infected cases), their enajiotenasina kanabharatim enzymes barrier and enajiotenasina receptors curb the treatment aliguriya or ejotimiya and (very few cases), acute renal failure may be . This condition can also occur in patients receiving Olmstarsan.

উপাদান : ওলমেসারটান মেডোক্সোমিল আইএনএন ২০ মি.গ্রা. এবং ৪০ মি.গ্রা.ফিল্ম কোটেড ট্যাবলেট।

নির্দেশনা : উচ্চ রক্তচাপ। এটি এককভাবে অথবা অন্য উচ্চ রক্তচাপ বিরোধী ওষুধের সাথে কম্বিনেশন হিসাবে ব্যবহার করা যাবে।

সেবন মাত্রা ও প্রয়োগবিধি : নির্দেশিত প্রারম্ভিক মাত্রা হলো ২০ মি.গ্রা. করে দিনে একবার। উচ্চ রক্তচাপ যথাযথ নিয়ন্ত্রণের জন্য ২ সপ্তাহ পরে মাত্রা বৃদ্ধি করে ৪০ মি.গ্রা. করা যেতে পারে। ৪০ মি.গ্রা. এর অধিক মাত্রা অথবা দিনে দুইবার ওষুধ সেবনে ওষুধের কার্যকারিতা বৃদ্ধি পায় না।

প্রতিনির্দেশনা : এই ওষুধের যে কোন উপাদানের প্রতি অতিসংবেদনশীলতা।

পার্শ্ব - প্রতিক্রিয়া : বুকে ব্যথা, পেরিফেরাল ইডিমা, ভার্টিগো, তলপেটে ব্যথা, অরুচি, গ্যাস্ট্রোএনটেরাইটিস, বমি বমি ভাব, ট্যাকিকার্ডিয়া, হাইপারকোলেস্টেরোলেমিয়া, হাইপারলিপিডেমিয়া, হাইপারইউরিসেমিয়া, আর্থ্রালজিয়া, আর্থ্রাইটিস, মায়ালজিয়া, র‌্যাশ ইত্যাদি।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার : প্রেগনেন্সী ক্যটাগরীঃ সি (প্রথম ট্রাইমেস্টার) এবং ডি (দ্বিতীয় এবং তৃতীয় ট্রাইমেস্টার)।
স্তন্যদানকারী মাঃ ওলমেসারটান মাতৃদুগ্ধে নিঃসৃত হয় কিনা জানা যায়নি। তবে ইঁদুরের ক্ষেত্রে অল্প মাত্রায় নিঃসৃত হয়। বাচ্চার ক্ষতি হবার সম্ভাবনা এবং মায়ের ওষুধ গ্রহণের প্রয়োজনীয়তার দিক পর্যালোচনা করে ওষুধ সেবন অথবা দুগ্ধদান এর যে কোন একটি পরিহার করতে হবে।
শিশুদের ক্ষেত্রে ব্যবহার : শিশুদের ক্ষেত্রে নিরাপত্তা এবং কার্যকারিতা এখনও প্রতিষ্ঠিত নয়।

পূর্ব সতর্কতা : বৃক্কের অপর্যাপ্ততার ক্ষেত্রেঃ রেনিন-এনজিওটেনসিন-এলডোসটেরন প্রক্রিয়া বাধাদানের পাশাপাশি ওলমেসারটান বৃক্কের কার্যকারিতার পরিবর্তন ঘটাতে পারে। যে সব রোগীদের বৃক্কের কার্যকারিতা রেনিন-এনজিওটেনসিন-এলডোসটেরন প্রক্রিয়ার উপর নির্ভরশীল (মারাত্মক কনজেসটিভ হার্ট ফেইলিওর এ আক্রান্তদের ক্ষেত্রে), তাদের ক্ষেত্রে এনজিওটেনসিন কনভারটিং এনজাইম প্রতিবন্ধক এবং এনজিওটেনসিন রিসেপ্টর প্রতিবন্ধক এর মাধ্যমে চিকিৎসায় অলিগুরিয়া অথবা এজোটিমিয়া এবং (খুব সামান্য ক্ষেত্রে) তীব্র রেনাল অকার্যকারিতা হতে পারে। ওলমেসারটান গ্রহণকারী রোগীদের ক্ষেত্রেও এ অবস্থা ঘটতে পারে।
Health 365 Tip: হলুদ এত রোগের কাজ করে!!!!

Health 365 Tip: হলুদ এত রোগের কাজ করে!!!!

Health 365 Tip: আদার রসে  অজানা রোগের কথা!!!!

Health 365 Tip: আদার রসে অজানা রোগের কথা!!!!

Health 365 Tip: রসুনের এতো ঔষধিগুণ!!! জানলে অভাক হবেন।

Health 365 Tip: রসুনের এতো ঔষধিগুণ!!! জানলে অভাক হবেন।

Health 365 Tip: আগে জানতামনা কাঁচা পেঁপের এত গুন!!!!!

Health 365 Tip: আগে জানতামনা কাঁচা পেঁপের এত গুন!!!!!

Health 365 Tip: ১০-১৫ মিলি জুসে সারাতে পারে মরন ব্যাধি ক্যান্সার!!...

Health 365 Tip: ১০-১৫ মিলি জুসে সারাতে পারে মরন ব্যাধি ক্যান্সার!!...

Health 365 Tip: ১০-১৫ মিলি জুসে সারাতে পারে মরন ব্যাধি ক্যান্সার!!...: Health365tip ল্যাব পরীক্ষা করে দেখা গেছে হলুদের মধ্যে Curcumin নামক যে উপাদান আছে তা  বিভিন্ন ধরণের টিউমারের বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে,।...

Health 365 Tip: যৌন বৃদ্ধি করতে এটা খাবো!!!

Health 365 Tip: যৌন বৃদ্ধি করতে এটা খাবো!!!

Health 365 Tip: ঔষধ ছাড়া সারবে কাটা ঘা- পাঁচরা!!

Health 365 Tip: ঔষধ ছাড়া সারবে কাটা ঘা- পাঁচরা!!

Benzocaine, বেনজোকেইন

Benzocaine, বেনজোকেইন

Material: Benzocaine 20% Dental Gel.



Dimensions and Usage Rules: In the infected area, it will be put 4 times a day.

Side effects: Allergies, mouth and throat swelling etc.

Stanyadanakale pregnancy and the use of pregnant and nursing mothers with children reported no problems were found.
//////////// উপাদান : বেনজোকেইন ২০% ডেন্টাল জেল।

নির্দেশনা : মুখ ও মাঢ়ির ছোট ক্ষত বা যন্ত্রণা যেমন দাঁত ব্যথা, মাঢ়িতে ক্ষত, ক্ষয়কারী ক্ষত, ব্রেস, দাঁতের ছোট-খাট চিকিৎসা, কৃত্রিম দাঁতের পাটী ইত্যাদি কারণে সৃষ্ট ব্যথার সাময়িক উপশমে নির্দেশিত।

মাত্রা ও ব্যবহার বিধি : আক্রান্ত স্থানে দিনে ৪ বার লাগাতে হবে।

পার্শ্ব প্রতিক্রিয়া : এলার্জি, মুখ ও গলা ফুলে যাওয়া ইত্যাদি।

গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার : গর্ভবতী মা ও স্তন্যপায়ী শিশুদের ক্ষেত্রে তেমন কোন সমস্যার রিপোর্ট পাওয়া যায়নি।
Rabeprazole, র‌্যাবেপ্রাজল ২০

Rabeprazole, র‌্যাবেপ্রাজল ২০



Material: Rabeprazole 20 tablets: Every antirectional coated tablets have RABPrageal sodium INN 20 mg.

Instructions: For the short-term treatment of deodenal ulcer and erosive or ulcerative gastroesophageal reflux disease. Guidelines for mitigating the symptoms of gastroesophageal reflux disease (GERD) and reducing the rate of recurrence. GERD guides day and night bookmarks and other symptoms to relieve. Excessive gastric acid emission problems, such as Jolinger-Ellison Syndrome, are directed at. Helicobacter pylori is indicated with clerithromycin and amoxicillin.

Dimensions and Function: Irrosive or Alternative Gastroesophageal Reflux Disease (GERD): 20mg in adult age Tablet every 4 to 8 weeks per day. If you do not get relief in the treatment for 8 weeks, you will have to take additional 8 weeks of treatment. Irresponsive or Alternative Gastrointestinal Reflux Disease (GERD) Maintenance: 20mg in adult age Tablet one by one every day.
To cure symptoms of gastroesophageal reflux disease (AZU): 20 mg in adult age Tablet up to 4 weeks a day. If the symptom is not mitigated, then additional treatment is needed.
Deodenal ulcer poisoning: 20 mg in the case of adult Tablet after 4 o'clock a day after morning meal Most patients become better during this time. For some patients, additional treatment may be needed.
Helicobacter pylori induced deodenal ulcer:

Rabeprazole
20 mg
The day is 2 times 7 days
Amoxicillin
100 mg
The day is 2 times 7 days
Clarithromycin
500 mg
The day is 2 times 7 days

The above three drugs should be eaten twice a day once a day after a morning meal and after a meal. Patients should take full 7 days treatment seriously.

Due to the treatment of excessive gastric acid emission, Jollinger- Ellison syndrome: The appetite of rabiesproducy sodium may vary depending on the amount of acid emission. 60 mg of day in the case of adults To start with, you have to start. Patients need to assess the benefits according to the needs and treatment until the clinical symptoms are removed. Some patients may have to drink in split levels. Rabiesprudial sodium can be used regularly for treatment for Jollinger-Ellison syndrome for up to one year.

Connection: Rabeprazole or any preparation should not be used against any sensitive material for patients.

Side effect: Rabeprazole sodium In some cases, headaches, diarrhea, stomach cramps, constipation, dryness of the mouth, increased appetite or decrease, muscular pain, sleepiness and jhumano may be felt.


Overdraft: No information was found in excessive use of rabies. No specific antidote for rabies. Rabibagulal is packed with high levels of protein and is not easily dialed. In case of excessive use, miscarriages should be provided for primary symptoms.

উপাদান : র‌্যাবেপ্রাজল ২০ ট্যাবলেট: প্রতিটি এন্টেরিক কোটেড ট্যাবলেটে আছে র‌্যাবেপ্রাজল সোডিয়াম আইএনএন ২০ মি.গ্রা.।

নির্দেশনা : ডিওডেনাল আলসার এবং ইরোসিভ অথবা আলসারেটিভ গ্যাসট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ এর স্বল্পকালীন চিকিৎসার জন্য। গ্যাসট্রোইসোফেজিয়াল রিফ্লাক্সডিজিজ (GERD) এর উপসর্গ প্রশমনে এবং পূনরায় আক্রান্ত হওয়ার হার নিরুপনে নির্দেশিত। GERD জনিত দিবা ও রাত্রিকালীন বুকজ্বালা এবং অন্যান্য উপসর্গ উপশমের জন্য নির্দেশিত। অত্যাধিক গ্যাস্ট্রিক এসিড নিঃসরণ জনিত জটিলতা যেমন-জোলিঞ্জার-এলিসন সিনড্রোম দমনে নির্দেশিত। হেলিকোব্যাকটর পাইলরি দমনে ক্লারিথ্রোমাইসিন ও এমোক্সিসিলিনের সাথে নির্দেশিত।

মাত্রা ও সেবনবিধি : ইরোসিভ অথবা আলসারেটিভ গ্যাসট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ (GERD) দমনে: প্রাপ্ত বয়ষ্কদের ক্ষেত্রে ২০ মি.গ্রা. ট্যাবলেট প্রতি দিন একটি করে ৪-৮ সপ্তাহ পর্যন্ত। ৮ সপ্তাহ চিকিৎসায় উপসর্গ প্রশমিত না হলে আরো অতিরিক্ত ৮ সপ্তাহ চিকিৎসা নিতে  হবে। ইরোসিভ অথবা আলসারেটিভ গ্যাসট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ (GERD)-এর মেনটেনেন্স: প্রাপ্ত বয়ষ্কদের ক্ষেত্রে ২০ মি.গ্রা. ট্যাবলেট প্রতি দিন একটি করে।
গ্যাসট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ (এঊজউ)- এর উপসর্গ প্রশমনে: প্রাপ্ত বয়ষ্কদের ক্ষেত্রে ২০ মি.গ্রা. ট্যাবলেট প্রতি দিন একটি করে ৪ সপ্তাহ পর্যন্ত। উপসর্গ প্রশমিত না হলে আরো অতিরিক্ত চিকিৎসা দিতে হবে।
ডিওডেনাল আলসার দমনে: প্রাপ্ত বয়ষ্কদের ক্ষেত্রে ২০ মি.গ্রা. ট্যাবলেট সকালের খাবারের পর প্রতিদিন একটি করে ৪ সপ্তাহ পর্যন্ত। বেশির ভাগ রোগী এই সময়ের মধ্যে ভাল হয়ে যায়। কিছু পরিমাণ রোগীর ক্ষেত্রে অতিরিক্ত চিকিৎসার প্রয়োজন হতে পারে।
হেলিকোব্যাকটর পাইলরি জনিত ডিওডেনাল আলসার দমনে:

র‌্যাবেপ্রাজল২০ মি.গ্রা.প্রিত দিন ২ বার করে ৭ দিন
এমোক্সিসিলিন১০০ মি.গ্রা.প্রিত দিন ২ বার করে ৭ দিন
ক্লারিথ্রোমাইসিন৫০০ মি.গ্রা.প্রিত দিন ২ বার করে ৭ দিন

উপরোক্ত তিনটি ওষুধ প্রতিদিন সকালের খাবারের পরে একবার ও সন্ধ্যায় খাবারের পরে একবার করে প্রতিদিন দুইবার খেতে হবে। রোগীদের গুরুত্ব সহকারে পূর্ন ৭ দিন চিকিৎসা নিতে হবে।

অত্যাধিক গ্যাস্ট্রিক এসিড নিঃসরণ জনিত জোলিঞ্জার- এলিসন সিনড্রোম এর চিকিৎসায়: র‌্যাবেপ্রাজল সোডিয়াম এর সেবনমাত্রা এসিড নিঃসরণের মাত্রার উপর নির্ভর করে ভিন্ন হতে পারে। প্রাপ্ত বয়ষ্কদের ক্ষেত্রে দিনে ৬০ মি.গ্রা. সেবনমাত্রায় শুরু করতে হবে। রোগীদের প্রয়োজন অনুযায়ী সেবনমাত্রা নির্ণয় করতে হবে এবং ক্লিনিক্যাল লক্ষণসমূহ দূরীভূত না হওয়া পর্যন্ত সেবন করতে হবে। কিছু কিছু রোগীদের ক্ষেত্রে বিভক্ত মাত্রায় সেবন করতে হতে পারে। জোলিঞ্জার-এলিসন সিনড্রোম এর চিকিৎসায় র‌্যাবেপ্রাজল সোডিয়াম ১ বছর পর্যন্ত নিয়মিত  সেবন করা যেতে পারে।

প্রতিনির্দেশনা : র‌্যাবেপ্রাজল বা এই প্রস্তুতির যে কোন উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয়।

পার্শ্ব প্রতিক্রিয়া : র‌্যাবেপ্রাজল সোডিয়াম কিছু কিছু ক্ষেত্রে মাথাব্যথা, ডায়রিয়া, পাকস্থলীর পীড়া, কোষ্ঠ্যকাঠিন্য, মুখগহ্বরের শুষ্কতা, ক্ষুধা বৃদ্ধি বা কমে যাওয়া, মাংসপেশীর ব্যথা, ঘুম ঘুমভাব এবং ঝিমানো অনুভূত হতে পারে।

মাত্রাতিরিক্ততা : র‌্যাবেপ্রাজল মাত্রাতিরিক্ত ব্যবহারের কোন তথ্য পাওয়া যায়নি। র‌্যাবেপ্রাজলের জন্য কোন নির্দিষ্ট এন্টিডোট নির্ধারিত হয়নি। র‌্যাবেপ্রাজল অতি মাত্রায়  প্রোটিনের সাথে আবদ্ধ হয়ে থাকে এবং সহজে ডায়ালাইজ হয় না। মাত্রাতিরিক্ত ব্যবহারের ক্ষেত্রে প্রাথমিক উপসর্গ প্রশমনজনিত চিকিৎসা প্রদান করতে হবে।
Nitroglycerin Rectal ointment, নাইট্রোগ্লিসারিন ০.৪% অয়েন্টমেন্ট

Nitroglycerin Rectal ointment, নাইট্রোগ্লিসারিন ০.৪% অয়েন্টমেন্ট

Ingredients: There are 0.4% nitroglycerin USP in every gm ointment.

Instructions: Long-term fissure pain of anus is useful for healing.

Dimensions and Usage Rules: 0.4% of nitroglycerin should be used in the pedestal with the appointment of an appointment. The appointment is at least 1 cm Insert it inside. Each dose should be used after 12 hours. Treatment can be done until the pain is reduced, or up to a maximum of 8 weeks.

Side effect: 0.4% of nitroglycerin may cause headache and head rot in the appointment. This can reduce the control of the anus and reduce the stomach (although it is less likely to occur).

Warnings and in which cases can not be used: In case of severe liver and kidney diseases, use this appointment should be careful. This should not be used in all areas of extra blood pressure, glaucoma, low blood pressure, excess stress in the brain.

Use in special cases: 0.4% of nitroglycerin should not be used for pregnant and breastfeeding mothers. This appointment can not be used in children and adolescents under the age of 18. /////




উপাদান : প্রতি গ্রাম অয়েন্টমেন্ট-এ আছে ০.৪% নাইট্রোগ্লিসারিন ইউ এস পি।

নির্দেশনা : মলদ্বারের দীর্ঘমেয়াদী ফিসারের ব্যথা নিরাময়ের জন্য ব্যবহারযোগ্য।

মাত্রা ও ব্যবহার বিধি : নাইট্রোগ্লিসারিন ০.৪% অয়েন্টমেন্ট এপিকেটরের সাহায্যে পায়ুপথের ভেতরে ব্যবহার করতে হবে। অয়েন্টমেন্টটি কমপক্ষে ১ সে.মি. ভেতরে প্রবেশ করাতে হবে। এর প্রতিটি ডোজ ১২ ঘন্টা পর পর ব্যবহার করতে হবে। ব্যথা না কমা পর্যন্ত অথবা সর্বোচ্চ ৮ সপ্তাহ পর্যন্ত চিকিৎসা চালানো যেতে পারে।

পার্শ্ব প্রতিক্রিয়া : নাইট্রোগ্লিসারিন ০.৪% অয়েন্টমেন্ট ব্যবহারে মাথা ব্যথা ও মাথা ঘোরানো হতে পারে। এটি ব্যবহারে মলদ্বায়ের উপর নিয়ন্ত্রন কমে যেতে পারে এবং ব্যবহারকারীর অজ্ঞাতে মল বেরিয়ে আসতে পারে (যদিও তা হওয়ার সম্ভাবনা খুবই কম)।

সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না : যকৃত ও কিডনির মারাত্মক রোগে আক্রান্তদের ক্ষেত্রে এ অয়েন্টমেন্ট ব্যবহারে সাবধান থাকতে হবে। অতিরিক্ত রক্তশূণ্যতা, গ্লুকোমা, নিম্ন রক্তচাপ, মস্তিষ্কের ভিতর অতিরিক্ত চাপ এ সকল ক্ষেত্রে এ অয়েন্টমেন্ট ব্যবহার করা উচিত নয়।

বিশেষ ক্ষেত্রে ব্যবহার : গর্ভাবস্থায় ও স্তন্য দানকারী মায়েদের নাইট্রোগ্লিসারিন ০.৪% অয়েন্টমেন্ট ব্যবহার করা উচিত নয়। ১৮ বছরের কম বয়সের শিশু ও কিশোরের ক্ষেত্রে এ অয়েন্টমেন্ট ব্যবহার করা যাবে না।
Valaciclovir, ভ্যালাসাইক্লোভির  ৫০০ মি.গ্রা. ও ১ গ্রাম ।

Valaciclovir, ভ্যালাসাইক্লোভির ৫০০ মি.গ্রা. ও ১ গ্রাম ।



Ingredients: Valaciclovir INN 500 mg And 1 gram

Instructions: For adults: Harpis lobbles, genital herpes, herpes zoster children's case: Herpes labyrinthis, chicken pox.

Levels and Uses: Adult level of admission in the case of herpes lalabialis: 2 grams per 12 hours, 1 day after.
Genital herpes: In primary condition 1 gram twice a day, 10 days. In case of re-infection, 500 mg. 2 times a day, 3 days.
Suppressive Therapy: Changes to immunocompatient patients, patients who have been re-infected 9 times a year.
For patients with HIV: 1 gram daily, 500 mg. 1 times per day 500 mg Every day, 2 times a day, herpes zoster 1 gram, 3 times, 7 days a day.
Absorbing levels in children Harpis lobulis (Cold source) (<12 years) 2 grams twice a day, Chicken pox 20 mg / kg 3 times a day, 5 days; Maximum of 1 gram 3 times a day.

Warnings and in which cases can not be used: In patients with difficulty in adolescence, reduce the amount of calcium exposure. The same precautions should be taken in the case of elderly patients who are taking nephrotoxic medicine.

Side effects: Itching, intestinal disorders, bilirubin and liver related enlargement, increasing the amount of urea and cretinin in the blood, decreasing the amount of blood in the blood, headache, neurological reaction, and kanti.

Use during pregnancy and breastfeeding: Category 'B' medicines for pregnancy. There is not enough information available during pregnancy, however, when valence losses are proved more reasonable, valacycyclov can be given only when the conviction is reasonable. Pregnant mothers should be cautious.

Reaction with other drugs: There was no response to food and other medicines. For those who have normal renal system, there is no need for any change in the level of admission in other medicines such as Digoxin, Antacid, Thiazide Diu, Rotic, Citidin or probabenase.

উপাদান : ভ্যালাসাইক্লোভির আইএনএন ৫০০ মি.গ্রা. ও ১ গ্রাম ।

নির্দেশনা : প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে: হারপিস ল্যাবিয়ালিস, জেনিটাল হারপিস, হারপিস জোস্টার শিশুদের ক্ষেত্রে: হারপিস ল্যাবিয়ালিস, চিকেন পক্স।

মাত্রা ও ব্যবহারবিধি : প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সেবন মাত্রা হারপিস ল্যাবিয়ালিস: ২ গ্রাম করে প্রতি ১২ ঘন্টা পর পর, ১দিন।
জেনিটাল হারপিস: প্রাথমিক অবস্থায় ১ গ্রাম করে দিনে ২ বার, ১০ দিন। পুনঃ সংক্রমনের ক্ষেত্রে ৫০০ মি.গ্রা. দিনে ২ বার, ৩ দিন।
সাপ্রেসিভ থেরাপি: ইমিউনোকমপিটেন্ট রোগীদের ক্ষেত্রে পরিবর্তিত মাত্রা, যে সকল রোগীদের ক্ষেত্রে বছরে ৯ বার পূনঃসংক্রমণ ঘটে।
এইচআইভি আক্রান্ত রোগীদের ক্ষেত্রে: ১ গ্রাম দিনে ১ বার, ৫০০ মি.গ্রা. দিনে ১ বার ৫০০ মি.গ্রা. দিনে ২ বার হারপিস জোস্টার ১ গ্রাম দিনে ৩ বার, ৭ দিন।
শিশুদের ক্ষেত্রে সেবন মাত্রা হারপিস ল্যাবিয়ালিস (কোল্ড সোর্‌) (< ১২ বছর) ২ গ্রাম করে দিনে ২ বার, ১ দিন চিকেন পক্স ২০ মি.গ্রা./কেজি দিনে ৩ বার, ৫ দিন; দিনে সর্বোচ্চ ১ গ্রাম করে ৩ বার।

সতর্কতা ও যে সব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না : বৃক্কের কার্যক্ষমতায় সমস্যাজনিত রোগীদের ক্ষেত্রে ভ্যালাসাইক্লোভিরের সেবন মাত্রা কমাতে হবে। একই সতর্কতা অবলম্বন করতে হবে বয়স্ক রোগী যারা নেফ্রোটক্সিক ওষুধ সেবন করছে তাদের ক্ষেত্রে।

পার্শ্ব প্রতিক্রিয়া : চুলকানি, অন্ত্রনালীর অসুবিধা, বিলিরুবিন ও লিভার সংক্রান্ত এনজাইম বৃদ্ধি পাওয়া, রক্তে ইউরিয়া ও ক্রিয়েটিনিন এর পরিমান বৃদ্ধি পাওয়া, রক্তে বিভিন্ন উপকরণ কমে যাওয়া, মাথাব্যথা, স্নায়ুবিক বিক্রিয়া, কান্তি।

গর্ভাবস্থা এবং স্তন্যদানের সময়ে ব্যবহার :গর্ভাবস্থার জন্য ক্যাটাগরি ‘বি’ ওষুধ। গর্ভাবস্থায় ব্যবহারের পর‌্যাপ্ত তথ্য পাওয়া যায়নি তবে যখন ভ্রুণের ক্ষতির তুলনায় সুস্থতার অধিক নিশ্চয়তা যুক্তিসঙ্গত প্রমানিত হবে তখনই ভ্যালাসাইক্লোভির দেয়া যেতে পারে। স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে।

অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া : খাদ্য এবং অন্য ওষুধের সাথে তেমন কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যাদের রেচনতন্ত্র স্বাভাবিক আছে তাদের ক্ষেত্রে অন্য ওষুধ যেমন- ডিগক্সিন, এন্টাসিড, থায়াজাইড ডাইইউে রটিক, সিমেটিডিন বা প্রোবেনেসিড গ্রহণের সময় সেবন মাত্রার কোন রকম পরিবর্তন প্রয়োজনীয় নয়।
Pioglitazone + Metformin,পায়োগ্লিটাজোন ১৫ /মেটফরমিন

Pioglitazone + Metformin,পায়োগ্লিটাজোন ১৫ /মেটফরমিন

Ingredients: 15mg of pioglitazone And Metformin 500 mg. / Tablet and 15 mg payogitajona. And Metformin 850mg / tablet.

Instructions: Type-2 diabetes mellitus.

Dimensions and Usage Rules: 15mg / 500mg Or 15 mg / 850 mg With 1 or 2 meals a day.

Side effects: upper respiratory tract infection, diarrhea, peripheral idima, headache and so on.

Stanyadanakale pregnancy and use: the fetus is not considered to be relatively higher benefits than the potential loss can not be used during pregnancy. Metformin can not be used for breastfeeding mothers.

In response to other drugs: Metformin frusimid, niphedipine, kyatayanika osudhasamuha,
Thayajaidas and other diuretic, corticosteroids, phenothayajinas, thyroid products, estrogen, birth control pills to eat the mouth, phenytoin, nicotinic acid, simapyathomimetikas, calcium channel ba cars and aiseniyajaida.

উপাদান : পায়োগ্লিটাজোন ১৫ মি.গ্রা. এবং মেটফরমিন ৫০০ মি.গ্রা./ ট্যাবলেট ও পায়োগিটাজোন ১৫ মি.গ্রা. এবং মেটফরমিন ৮৫০ মি.গ্রা./ ট্যাবলেট।

নির্দেশনা : টাইপ-২ ডায়াবেটিস মেলিটাস।

মাত্রা ও ব্যবহার বিধি : ১৫ মি.গ্রা./৫০০ মি.গ্রা. অথবা ১৫ মি.গ্রা./৮৫০ মি.গ্রা. দিনে ১ অথবা ২ বার আহারের সাথে।

পার্শ্ব প্রতিক্রিয়া : উর্ধ্ব শ্বাসনালীর সংক্রমণ, ডায়রিয়া, পেরিফেরাল ইডিমা, মাথা ব্যথা ইত্যাদি।

গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার : ভ্রুণের সম্ভাব্য ক্ষতির চেয়ে উপকারিতা অপেক্ষাকৃত বেশী বিবেচিত না হলে গর্ভাবস্থায় ব্যবহার করা যাবে না। মেটফরমিন স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না।

অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া :মেটফরমিন ফ্রুসেমাইড, নিফেডিপিন, ক্যাটায়নিক ওষুধসমূহ,
থায়াজাইডস্‌ ও অন্যান্য মূত্রবর্ধক, কর্টিকোস্টেরয়েড, ফেনোথায়াজিনস্‌, থাইরয়েড প্রোডাক্টস, ইস্ট্রোজেন, মুখে খাওয়ার জন্মনিরোধক বড়ি, ফেনাইটয়েন, নিকোটিনিক এসিড, সিমপ্যাথোমিমেটিকস্‌, ক্যালসিয়াম চ্যানেল ব− কার এবং আইসেনিয়াজাইড।
Ramipril, র‌্যামিপ্রিল১.২/২.৫/৫

Ramipril, র‌্যামিপ্রিল১.২/২.৫/৫

Material: Ramipril 1.25, 2.5 and 5 mg Tablet

Instructions: Mild to severe hypertension and congestive heart failure.

Dimensions and Usage Rules: At the beginning 1.25-2.5 mg Daily used 2.5 to 20 mg daily Continue at a time or two.

Warnings and in which cases can not be used: The hyperactivity of any of the components and those of previous AC Inhibitors can not be used in the treatment of NGOADema. Should be used carefully in the case of erectile dysfunction.

Side effect: head hanging, headache, tiredness etc.

Response with other drugs: Lithium, non-steroidal anti-inflammatory drugs.

Use during pregnancy and breastfeeding: In pregnancy and during breastfeeding, use is not indicated.

উপাদান : র‌্যামিপ্রিল ১.২৫, ২.৫ এবং ৫ মি.গ্রা. ট্যাবলেট।

নির্দেশনা : মৃদু থেকে তীব্র উচ্চ রক্তচাপ ও কনজেসটিভ হার্ট ফেইলিউর।

মাত্রা ও ব্যবহার বিধি : শুরুতে ১.২৫-২.৫ মি.গ্রা. প্রতিদিন ব্যবহার্য। প্রতিদিন ২.৫-২০ মি.গ্রা. একবারে বা দুই বারে চালিয়ে যেতে হবে।

সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না : এর কোন উপাদানের প্রতি অতিসংবেদনশীলতা এবং যাদের পূর্বের এসিই ইনহিবিটর চিকিৎসায় এনজিওইডিমা হবার ইতিহাস রয়েছে তাদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। বৃক্কের অকার্যকারিতার ক্ষেত্রে সাবধানে ব্যবহার করা উচিত।

পার্শ্ব প্রতিক্রিয়া : মাথা ঝিমধরা, মাথা ব্যথা, ক্লান্তিলাগা ইত্যাদি।

অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া : লিথিয়াম, নন স্টেরয়েডাল এন্টি ইনফ্লামেটরী ওষুধ।

গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার : গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার নির্দেশিত নয়।
Link copied to clipboard